হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুর নগর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহায় গত সপ্তাহে ২জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পেতেই নড়েচড়ে বসে দুর্গাপুর নগর নিগম। এলাকার প্রায় ৫০ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে ১৪ জন ডেঙ্গু পজেটিভ হয়, এলাকায় মোট ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা তখন ১৬ বলে জানিয়েছিলেন নগর নিগমের প্রশাসক মন্ডলী সদস্য রাখি তিওয়ারি। এরপরে ওই এলাকার আরও ১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়, এখন এলাকায় প্রায় ২৮-৩২ জন ডেঙ্গু আক্রান্ত বলে দাবি করেন রাখি তিওয়ারি।
এই অবস্থার কথা জেনে আজ সৃজনী প্রেক্ষাগৃহে জরুরী বৈঠক করেন সহকারি জেলা স্বাস্থ্য আধিকারিক কেকা মুখার্জি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি জানান, ৫০ এর অধিক ডেঙ্গু আক্রান্ত।
এখানেই প্রশ্ন তুলেছে বিজেপি।বিজেপির অভিযোগ, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলছেন প্রায় ২৮ জন ডেঙ্গু আক্রান্ত। আবার জেলা সহকারি স্বাস্থ্য আধিকারিক কেকা মুখার্জির দাবি ৫০ এর অধিক ডেঙ্গু আক্রান্ত। কে সঠিক বলছেন? তথ্য চুরির করছে দুর্গাপুর নগর নিগম।
বিজেপির আরও অভিযোগ, সঠিক সময় নির্বাচন করেনি দুর্গাপুর নগর নিগম। তাই এলাকায় জনপ্রতিনিধি না থাকায় এলাকার জলাশয়, ডোবা ঠিকমতো পরিষ্কার করা হয়নি। আর সেই কারণে আজ যে ভয়াবহ রূপ নিয়েছে এখন মুখ ঢাকতে ডোবা, পুকুর পরিষ্কারে নেমেছে। এছাড়া ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কম দেখানোর চেষ্টা করছে নগর নিগম। আগামী দিনের সাধারণ মানুষের স্বার্থে লড়াইয়ে নামার হুঁশিয়ারি দেয় বিজেপি।