লক্ষ্য দার্জিলিং, পূরণের রাস্তা তবে কি শিলিগুড়ি!

শনিবার বিকেল সাড়ে ৩টেয় বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
pm modi dfs.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পর এবার শিলিগুড়ি। আজ শিলিগুড়িতে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি কাওয়াখালিতে রাজনৈতিক সভা করবেন তিনি। তার শেষ মুহুর্তের প্রস্তুতিও চলছে জোরকদমে।

বিজেপি সূত্রে খবর, শনিবার বিকেল সাড়ে ৩টেয় বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর। এদিন শিলিগুড়ির কাওয়াখালিতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করার কথা আছে তাঁর। এর মধ্যে সিকিমের রেলপথ প্রকল্প, বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণ সহ কয়েক হাজার কোটি টাকার প্রকল্প রয়েছে বলে সূত্রের খবর। এরপরই জনসভা করবেন তিনি।

modi and women.jpg

মূলত, অসহায় রাজ্যবাসীর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে শিলিগুড়ির কাওয়াখালীতে উঠবে গেরুয়া ঝড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজয় সংকল্প সভাকে ঘিরে, এমনটাই মনে করছে রাজ্য বিজেপি।

 

modipmt

Add 1

স্ব

স