নিজস্ব প্রতিনিধি : মলয় ঘটককে (Moloy Ghatak) কয়লা ঘটক বলে কটাক্ষ করলেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। দুর্গাপুর (Durgapur) নগর নিগম অভিযানে এসে মঙ্গলবার নগর নিগমের সামনে থেকে জেলার আইন মন্ত্রী মলয় ঘটককে কটাক্ষ সুকান্ত মজুমদারের। তার দাবি, "কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাক পড়েছে, কিন্তু কয়লা ঘটক যাচ্ছেন না। যেতে হবেই, অনুব্রত মন্ডলও যেতে চাননি, যেতে হয়েছে তাকে।"