নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে রোড শো এর শেষে দুর্গাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বাঁকুড়া মোড়ে একটি জনসভা আয়োজন করা হয় বিজেপির তরফে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অভিনেতা রুদ্রনীল ঘোষ, অভিনেত্রী পাপিয়া অধিকারী, আইনজীবী তথা বিজেপির নেতা কৌস্তব বাগচী সহ অন্যান্য দলীয় নেতারা।
দলীয় প্রার্থী দিলীপ ঘোষের নির্বাচনী প্রচার সভা থেকে বিস্ফোরক দাবি করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, লোকসভা নির্বাচনে বাংলায় ৩০টিরও বেশি আসন পেলে ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন হবে।
তিনি আরও বলেন, “কয়লা মাফিয়া জয়দেব খা এইটা কি, তৃণমূল কংগ্রেস সার্টিফাইড করবে। ২০১৯ সালে বিজেপিতে যোগদানের পরে তার বিরুদ্ধে মামলা শুরু করেছে তৃণমূল। চোরের মায়ের বড় গলা। যার নেতার বিরুদ্ধে কয়লা চোরের অভিযোগ সোনা পাচারের অভিযোগ তাকেই দেখুক আগে।”
রাজ্যপাল সম্পর্কে মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি দুর্গন্ধ পচা মাল। এদের কথা যত বলবেন বাংলার সংস্কৃতি ততো খারাপ হবে।
সন্দেশখালি ইস্যুতে তৃণমূল রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন। এই বিষয় সম্পর্কে বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “যারা আইন মানেনা রাজ্যপাল রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন তারা শুধুমাত্র ভোটের জন্য এই নাটক করছে।”