নিজস্ব সংবাদদাতা : তীব্র ভাষায় বাংলার পুলিশকে আক্রমণ করল বঙ্গ বিজেপি। টুইট করে বঙ্গ বিজেপি বলে, "পশ্চিমবঙ্গ পুলিশকে প্রথমে পেশাদার বাহিনীর মতো আচরণ শুরু করতে হবে। টিএমসির ক্যাডারের মতো নয়। এখানে পশ্চিমবঙ্গ পুলিশ ভারতের সুপ্রিম কোর্ট সহ বেশ কয়েকটি আদালতের আদেশের চরম লঙ্ঘন করছে। যে আদেশে বলা হয়েছে, মহিলাদেরকে গ্রেফতার বা আটক করতে মহিলা পুলিশের প্রয়োজন৷ আমরা এই ভিডিওতে শুধুমাত্র দুইজন পুরুষ পুলিশকে দেখতে পাচ্ছি। পুলিশ পুলিশের কাজটা মন দিয়ে করুন। রাজনীতি রাজনীতিবিদদের উপর ছেড়ে দিন।"
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/media_files/YfzDzo9pe6SqSUn8ShrB.jpeg)
/anm-bengali/media/media_files/ZBgBQaC3IdHyZJChroMF.jpg)
/anm-bengali/media/media_files/OMe5KC4gRIGg7GRfBp5U.jpeg)