কর্মীর আঙুল কেটে নেওয়ার অভিযোগ, বিজেপির বিক্ষোভে স্তব্ধ হল ঝাড়গ্রাম

বিজেপির যুব মোর্চা কর্মীর গলায় ধারাল অস্ত্র দিয়ে কোপ, আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারই প্রতিবাদে ঝাড়গ্রাম জেলা জুড়ে বিক্ষোভ দেখাল বিজেপি।

author-image
Tamalika Chakraborty
New Update
bjp jhargram edit .jpg

নিজস্ব সংবাদদাতা: কল্যাণীর যুব মোর্চার সক্রিয় সদস্য মিহির বিশ্বাসকে গলায় ধারাল অস্ত্র দিয়ে কোপ ও আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এরই প্রতিবাদে পথে নামল বিজেপি ও যুব মোর্চার কর্মীরা। ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রতিবাদে সরব হয় বিজেপি। রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে রাজ্য যুব মোর্চা। এছাড়াও এদিন লালগড় থানার ধরমপুর এলাকায় পথ অবরোধ করে, বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। যার জেরে ধেড়ুয়া থেকে লালগড় যানবাহন চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থলে লালগড় থানার পুলিশ। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব বিজেপি কর্মীরা। পাশাপাশি এদিন ঝাড়গ্রাম শহরের কলেজ মোড়ে বিক্ষোভ মিছিল করে বিজেপি। ঝাড়গ্রাম জেলা বিজেপির কার্যালয় থেকে মিছিল শুরু হয়।উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো, ঝাড়গ্রাম জেলা যুব মোর্চার জেলা সভাপতি সহ প্রমুখ।