নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : দুর্নীতির অভিযোগে নিজেরই সাংসদ এলাকায় বিজেপির কার্যালয়ে তালাবন্ধ থাকলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ ডঃ সুভাষ সরকার। তাকে পার্টি অফিসে তালাবন্ধ করে রেখে বাইরে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীদের একাংশ। তাদের বাধা দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল। দীর্ঘক্ষণ পর কার্যত পালিয়ে বাঁচেন বিজেপি সাংসদ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তোলপাড় রাজ্য থেকে জাতীয় রাজনীতিও। মঙ্গলবার বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে দলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। সেই সময় সেখানে গিয়ে হাজির হন বিক্ষোভকারীরা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের দাবি, সুভাষ সরকার দল পরিচালনার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন। কাছের লোকেদের দলের পদ পাইয়ে দেওয়া হচ্ছে। ৫ লক্ষ টাকার বিনিময়ে অনেককে কল্যাণী এইমসের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুভাষ সরকারের বিরুদ্ধে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপির জেলা নেতৃত্বের দাবি বিক্ষোভকারীরা কেউই বিজেপির কর্মী নন। তৃণমূলের উস্কানিতে বিক্ষোভকারীরা এই কাণ্ড করেছে।