জেলায় জেলায় বদলে গেল বিজেপির সভাপতি!

রাজ্যে আসছেন অমিত শাহ-জেপি নাড্ডারা। তার আগেই বঙ্গ বিজেপিতে ব্যাপক রদবদল। জেলায় জেলায় পাল্টে গেল জেলা সভাপতি। নতুন ৬ জেলা সভাপতি পেয়েছে ৬টি জেলা। দেখে নিন তালিকা।

author-image
Pallabi Sanyal
New Update
bjp law.jpg

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচন এখন অতীত। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া রাজনৈতিক দলগুলি। এবার বঙ্গ বিজেপিতে হল ব্যাপক রদবদল। ৬ জেলায় বদলে গেল জেলা সভাপতি। ২৪টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করল রাজ্য বিজেপি। আলিপুরদুয়ার নতুন জেলা সভাপতি হিসেবে পেল মনোজ টিগ্গাকে। আলিপুরদুয়ারে ২ ভোটে হেরে গিয়েছিলেন বিজেপি জেলা সভাপতি ভূষণ মোদক। তার জায়গায় আনা হল মনোজকে।
কোচবিহারে বিজেপির জেলা সভাপতি হয়েছেন সুকুমার রায়। জলপাইগুড়ি জেলার বিজেপি সভাপতি হচ্ছেন বাপি গোস্বামী। দার্জিলিং জেলা সভাপতি করা হয়েছে কল্যাণ দিওয়ানকে। উত্তর দিনাজপুরে জেলা সভাপতি হয়েছেন বাসুদেব সরকার। দক্ষিণ দিনাজপুরে জেলা সভাপতি হয়েছেন স্বরূপ চৌধুরী।মালদা উত্তরের সভাপতি হচ্ছেন উজ্জ্বল দত্ত। মালদা দক্ষিণের সভাপতি পার্থ সারথী ঘোষ। জঙ্গীপুরের বিজেপি সভাপতি ধনঞ্জয় ঘোষ। বহরমপুর সাংগঠনিক জেলার দলীয় সভাপতি  সখারব সরকার। মুর্শিদাবাদ জেলার সভাপতি  সৌমেন মণ্ডল। উত্তর নদিয়ার বিজেপি সভাপতি  অর্জুন বিশ্বাস। দক্ষিণ নদিয়ার সভাপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়।বনগাওঁ সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন দেবদাস মণ্ডল। বারাসত সাংগঠনিক জেলার সভাপতি  তরুণকান্তি ঘোষ। বসিরহাটের সভাপতি  তাপস ঘোষ। ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন মনোজ বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতা শহরতলির সভাপতি  অরিজিত্‍ বক্সী। উত্তর কলকাতার সভাপতি পদে থাকছেন তমোঘ্ন ঘোষ। দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য।
যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি হচ্ছেন কুন্তল চৌধুরী। ডায়মন্ড হারবারের সভাপতি অভিজিত্‍ সরদার। জয়নগরের সভাপতি উত্‍পল সরকার। মথুরাপুরের সভাপতি হচ্ছেন নবেন্দুসুন্দর নস্কর। হাওড়া সদরের সভাপতি হচ্ছেন রামপ্রসাদ ভট্টাচার্য। হাওড়া গ্রামীণের সভাপতি অরুণ পাল চৌধুরী। শ্রীরামপুরের সভাপতি হচ্ছেন মোহন আদক। হুগলি জেলার সভাপতি হচ্ছে তুষার মজুমদার। আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি হচ্ছেন বিমান ঘোষ। কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি হচ্ছেন অরূপ কুমার দাস। ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন তন্ময় দাস, ঝাড়গ্রামের সভাপতি তুফান মাহতো। মেদিনীপুর সাংগঠনিক জেলার দায়িত্ব পেয়েছেন তাপস মিশ্র। বাঁকুড়ার সভাপতি সুনীল রুদ্র মণ্ডল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি থাকছেন অমরনাথ সাখা। পুরুলিয়ার সভাপতি বিবেক রাঙা।আসানসোলের সভাপতি হচ্ছেন বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়। বর্ধমানের সভাপতি অভিজিত্‍ তাহ। কাটোয়া সংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায়। বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল। বীরভূমের সভাপতি ধ্রুব সাহা।