নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ জানা গিয়েছে, দাসপুরে বিজেপি পরিচালিত গ্রামপঞ্চায়েতে ধাক্কা দিল তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের দাসপুর-২ ব্লকের ৩ নম্বর রানিচক গ্রামপঞ্চায়েতের উপপ্রধান তনুশ্রী মণ্ডল যোগ দিলেন তৃণমূলে। তাঁর যোগদানে এই পঞ্চায়েতে শক্তি বাড়ল শাসক শিবিরের। জানা গিয়েছে, দাসপুরের সোনাখালিতে তৃণমূলের একটি দলীয় কর্মসূচিতে রানিচক গ্রামপঞ্চায়েতের উপপ্রধান তনুশ্রী মণ্ডল তৃণমূলে যোগ দিলেন। এদিন তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়্যা। ছিলেন অন্যান্য নেতৃত্ব।
বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়ে তনুশ্রী মণ্ডল বলেন, "এক বছর ধরে কাজ করে বুঝলাম এখানে কাজ করাই সম্ভব নয়। আমাদের দলীয় কর্মীরাই অসহযোগিতা করছেন। আমি জানতেই পারি না কীভাবে কী কাজ হচ্ছে। কোনও কাজ হচ্ছে, আমার তো নজরেও আসেনি। তাই দিদির উন্নয়ন দেখে আমি এখানে যোগ দিলাম। আমি চাই আমাদের পঞ্চায়েতের উন্নয়ন হোক।"