নিজস্ব সংবাদদাতা, খড়গপুরঃ খড়্গপুর গ্রামীণ বিধানসভার গোপালি অঞ্চলের অন্তর্গত নোসুটিং এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্যা প্রীতি মেচ যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। বৃহস্পতিবার রাতে মেদিনীপুর শহরের জেলা কার্যালয়ে এসে তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা-র হাত ধরে তিনি তৃণমূলে যোগদান করেন।
এদিন উপস্থিত ছিলেন খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়, খড়্গপুরের শ্রমিক নেতা আয়ুব আলি প্রমুখ। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে, এলাকায় উন্নয়ন করতেই তিনি তৃণমূলে যোগদান করেন। এর ফলের ওই গ্রাম পঞ্চায়েত বিজেপির থেকে হাত ছাড়া হতে পারে বলে সূত্রের খবর।
তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, " গোপালী গ্রাম পঞ্চায়েতে ২৩টি বুথের ১১টিতে তৃণমূল দখলে রয়েছে। বিজেপিও ১১টি ও নির্দল ১টিতে জয়লাভ করেছিল। নির্দলকে সঙ্গে নিয়ে ওরা বোর্ড গঠন করেছিল।এবার আমাদের সংখ্যা বেশী। তাই আমরা আগামীদিনে ওই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করার পরিকল্পনা গ্রহন করবো। ''