নিজস্ব সংবাদদাতাঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে রাজ্য জুড়ে চলছে জল্পনা। SSC মামলায় কলকাতা হাইকোর্টের রায় ঘোষণায় SSC ২০১৬ সালে সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে। কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬,০০০ মানুষ। তবে এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।
/anm-bengali/media/media_files/modi1jpeg)
সম্প্রতি, কলকাতা হাইকোর্টের রায়ের ওপর আপাতত স্থগিতদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরই মধ্যে রাজ্যের যোগ্য চাকরিহারা প্রার্থীদের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। তবে, এবার যোগ্য প্রার্থীদের খুঁজতে এবং তাদের আইনি সহায়তা দিতে একটি পোর্টাল চালু করেছে বিজেপি। একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে বিজেপির তরফে।
প্রসঙ্গত, সেই পোর্টালে রাজ্যের চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। তাদেরকে আইনি সাহায্য দেবে বিজেপি। বিজেপির সেই পোর্টালের ওয়েবসাইট টি হল www.bjplegalsupport.org আর হেল্পলাইন নম্বরটি হল- 9150056618।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)