মুখ্যমন্ত্রী মমতা, বাংলার নিষ্ঠুরতা ও একনায়কতন্ত্রের সমস্ত সীমা অতিক্রম! ক্ষুব্ধ নাড্ডা

আজ কলকাতায় 'নবান্ন অভিযান' সমাবেশ সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বিশেষ মন্তব্য করেছেন।

author-image
Probha Rani Das
New Update
jp naddar1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আজ কলকাতায় নবান্ন অভিযান সমাবেশ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, "মমতাজি বাংলার নিষ্ঠুরতা ও একনায়কতন্ত্রের সমস্ত সীমা অতিক্রম করেছেন।

JPPNaaddarr1

তা সে বিজেপি কর্মীর নৃশংস খুন হোক সন্দেশখালি আরজি কর মেডিক্যাল কলেজে দোষীদের বাঁচাতে সরকার ও প্রশাসনের যোগ সাজশ হোক। বাংলার স্বৈরাচারী মুখ্যমন্ত্রীর স্বৈরাচারী মনোভাব সব ক্ষেত্রেই দৃশ্যমান। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন। এতে বাধ্যবাধকতা কীকেন তাদের বাঁচানোর চেষ্টা করছেন, এখানে রক্ষক হয়ে উঠেছে শিকারী।

JPPNaaddarr2

কলকাতার রাস্তায় হাজার হাজার বিক্ষোভ ও প্রতিবাদ চলছে এবং গোটা পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধেযেখানে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঘরে ঘরে বেরিয়ে এসেছেন।”