কলেজে ক্লাসপিছু ১০০ টাকা বেতন! গর্জে উঠল বিজেপি

সম্প্রতি নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজে গেস্ট লেকচারার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে কলেজে ক্লাসপিছু টাকা দেখে সকলের চোখ একপ্রকার ছানাবড়া হয়ে গিয়েছে।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
bjp bengal.jpg

 

 

নিজস্ব সংবাদদাতাঃ আবারও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সম্প্রতি নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজে গেস্ট লেকচারার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে  কলেজে ক্লাসপিছু ১০০ টাকা সাম্মানিক দেওয়ার কথা উল্লেখ রয়েছে। আর এই নিয়েই এবার গর্জে উঠলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি আজ রবিবার এক টুইট বার্তায় লেখেন, ‘তৃণমূল সরকার শিক্ষাকে কতটা মূল্য দেয় বোঝাই যাচ্ছে। তপন বিধানসভা কেন্দ্রের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ, একটি সরকারী সাহায্যপ্রাপ্ত কলেজ, তরুণদের শিক্ষিত করার জন্য ক্লাসে ১০০ টাকা! একজন দিনমজুরের একদিনের বেতনের চেয়েও কম।