নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেন, "উত্তরপ্রদেশে ন্যায়বিচার না পাওয়ায় যখন ২ জন ধর্ষিতা আত্মহত্যা করল, তখন সমাজবাদী এক নেতা অসংবেদনশীল মন্তব্য করে বলেছিলেন, 'ছেলেরা ভুল করে'। যেহেতু 'ইউপির দুই ছেলে'র ক্ষমতা বেড়েছে, অপরাধীদের সাহসও বেড়েছে। ধর্ম, মতাদর্শ বা রাজনৈতিক দলের ভিত্তিতে অপরাধ ও অপরাধীদের বিচার করা যাবে না। তাদেরকে শুধু অপরাধী হিসেবেই দেখতে হবে। সমাজবাদী পার্টির ডিএনএ-তে 'অপরাদ বা অপ্রাধিয়োঁ কা সহজ সাথ' (অপরাধীদের সঙ্গে অপরাধ ও সাহচর্য) রয়েছে। সমাজবাদী পার্টির রাজনৈতিক ডিএনএ বর্ণনা করার জন্য এটুকুই যথেষ্ট।"
#WATCH | Delhi: BJP MP Sudhanshu Trivedi says, "...When 2 rape victims committed suicide because justice not served to them in UP, a Samajwadi leader gave an insensitive statement where he said that 'Boys make mistakes'... Since the power of the '2 boys of UP' has increased, the… pic.twitter.com/Ue8rECuWSh