নিজস্ব সংবাদদাতাঃ পূর্ববর্তী চারটি মামলায় আত্মসমর্পণ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আজ বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন সাংসদ। সাংসদের আইনজীবী জানিয়েছেন আত্মসমর্পণের পর জামিনের আবেদন জানানো হবে।
সূত্রে খবর, ২০১৯ সালের পাত্রসায়ের ও বিষ্ণুপুর থানায় দুটি পৃথক মামলা দায়ের হয়। ২০২৩ সালে সোনামুখী থানাতেও দুটি পৃথক মামলা দায়ের হয় সাংসদ সৌমিত্র খাঁর নামে। এর মধ্যে একটি মামলা সোনামুখী থানার পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে করে সাংসদের বিরুদ্ধে। এই মামলায় সাংসদের বিরুদ্ধে ছিল অভিযোগ। অভিযোগ ছিল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আন্দোলনে যোগ দিয়ে সাংসদ সরাসরি সোনামুখীর আই সি-কে হুমকি দিয়েছিলেন। সাংসদের আইনজীবীর দাবি সোনামুখী থানায় পুলিশের করা সেই স্বতঃপ্রণোদিত মামলা সহ মোট চারটি মামলায় হাইকোর্ট সাংসদকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের ভিত্তিতেই এদিন সাংসদ আত্মসমর্পণ করেছেন। সাংসদ আদালতের প্রতি আস্থার কথা জানিয়ে বলেন, 'যারা চুরি করে তাদের সাজা হচ্ছে না। অথচ যারা প্রতিবাদ করে তাদের হয়রানি করা হয়। এই মামলাগুলো তারই প্রমাণ।'