মুখ্যমন্ত্রীর দিল্লী যাত্রা নিয়ে কটাক্ষ করেন বিজেপি সাংসদ

খড়গপুর শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে খড়্গপুরের বগদা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চা চক্র করেন বিজেপির সংসদ দিলীপ ঘোষ।

author-image
Adrita
New Update
উয়

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা, খড়গপুর: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গতকাল দিল্লি গিয়েছেন। রাজনৈতিক বৈঠকে যোগ দেবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। তার দিল্লি যাত্রাকে কেন্দ্র করে এবার কটাক্ষ করেছেন বিজেপির সংসদ দিলীপ ঘোষ।

hiren

তিনি আজ সকালে খড়গপুরে 'চায় পে চর্চা'য় সাংবাদিকদের এই প্রসঙ্গে বলেন, '' ... দিল্লিতে গেছেন ঘুরে আসুন। এখন লোক বহু জায়গায় বেড়াতে যাচ্ছেন প্লেনে, ট্রেনে কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না। বেড়াবার একটা সুযোগ। ভালো কথা দিল্লি যান। যদি কিছু হিসেবপত্র নিয়ে যান তাহলে কিছু টাকাও পাবেন। '' 

hiring.jpg