নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার সন্দেশখালির সহিংসতা নিয়ে উত্তেজনা তুঙ্গে। আজ বিজেপি সাংসদ সন্দেশখালি গেলে পড়ে তাঁকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করে। এই বিষয় নিয়ে কলকাতার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছেন, “আমাকে কোনও তথ্য ছাড়াই আটক করেছে পুলিশ। সন্দেশখালি যাব। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সেখানে না যান, তাহলে আমাদের সেখানে যেতে হবে। আমি নিশ্চিত, প্রধানমন্ত্রী মহিলাদের জন্য কিছু করবেন।”
/anm-bengali/media/media_files/sXr9Wav6B5LsbSa2xQsK.jpeg)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)