‘দিলীপ ঘোষ জিন্দাবাদ’ স্লোগানের মাঝেই ‘তৃণমূল জিন্দাবাদ’

মঙ্গলবার খড়গপুরে বিডিও অফিসে বিজেপি কর্মী সমর্থকরা কীভাবে মনোনয়নপত্র জমা দিচ্ছে তা দেখতে হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ।

author-image
SWETA MITRA
New Update
COVER dilip.jpg

  
নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে রাজ্যজুড়ে। এদিকে মনোনয়নপত্র ঠিক মতো জমা করে দেওয়া হচ্ছে কিনা তা দেখতে পশ্চিম মেদিনীপুর জেলা সফরে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আজ মঙ্গলবার খড়গপুরে বিডিও অফিসে বিজেপি কর্মী সমর্থকরা কীভাবে মনোনয়নপত্র জমা দিচ্ছে তা দেখতে হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ। বেরিয়ে যাওয়ার সময় সামনেই তৃণমূলের মিছিল দেখতে পান দিলীপ ঘোষ। একদিকে ‘তৃণমূল জিন্দাবাদ’ স্লোগান অন্যদিকে ‘দিলীপ ঘোষ জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকেন দুই দলের কর্মী সমর্থকরা। এদিকে মাঝখানে পড়ে যায় পুলিশ। তুমুল উত্তেজনার সৃষ্টি হয় খড়গপুরের বিডিও অফিসের সামনে। যদিও পরে দিলীপ ঘোষ সোজা বেরিয়ে যান।