নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, মঙ্গলবার অর্থাৎ আজ পশ্চিমবঙ্গের দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ও প্রার্থী রাজু বিস্তা শিলিগুড়িতে পৌঁছেছেন।
শিলিগুড়িতে পৌঁছে এদিন রাজু বিস্তা বলেন, "দিন দশেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং শিলিগুড়ি সফর করে সবার সামনে দেশের মেজাজ স্পষ্ট করে তুলে ধরেছেন। আমরা দার্জিলিংয়ের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা তার সব পূরণ করতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব স্পষ্টভাবে বলেছেন, আমরা গন্তব্যের খুব কাছাকাছি রয়েছি। দার্জিলিংয়ে ৫০ হাজার কোটি টাকারও বেশি উন্নয়নের কাজ চলছে। তাদের গতি বাড়ানো হবে।"