নিজস্ব সংবাদদাতাঃ আজ শুক্রবার হুল দিবস নিয়ে টুইট করলেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। টুইট বার্তায় তিনি লেখেন, ‘চির স্মরণীয় সাঁওতাল বিদ্রোহের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রণাম নিবেদন করি। সাঁওতালি ভাষায় 'হুল' শব্দের অর্থ হল বিপ্লব। "হুল দিবস" (Hul Diwas) ১৮৫৫ সালে সাঁওতাল মুর্মু ভাইদের নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহের সূচনাকে স্মরণ করে। সিধু, কানহু, চাঁদ ও ভৈরব ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহ, যা ব্রিটিশদের উদ্বিগ্ন করে তুলেছিল, সিপাহী বিদ্রোহের দুই বছর আগে ঘটেছিল। আর এটিই ছিল ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ। 'হুল দিবস' উপলক্ষে আমি অদম্য চেতনা, সাহসিকতা, আত্মত্যাগ এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দানকারী অখ্যাত বীরদের অসাধারণ অবদানকে অভিবাদন জানাই।'