নিজস্ব সংবাদদাতাঃ আজ শনিবার খেজুরির সভা থেকে বড় ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvedu Adhikari)। আজ তিনি বলেন, ‘পিসি ভাইপোর রাজত্ব উৎখাত করব। মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার লড়াই চলবে। লোকসভা ভোটে সব বুথ ফাঁকা করবো। তৃণমূল ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে মমতা ও তাঁর পুলিশ।‘ আজ আবারও একবার খেজুরির সভা থেকে ‘চোর ধরো জেলে ভরো’ স্লোগান তুলতে শোনা গেল।