'লোকসভায় সব বুথ ফাঁকা করবো', হুঙ্কার শুভেন্দুর

আজ অবশেষে হাইকোর্টের অনুমতি পেয়ে খেজুরিতে সভা করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূলকে উদ্দেশ্য করে দিলেন কড়া বার্তা।

author-image
SWETA MITRA
New Update
suvendu khe.jpg

 

 

নিজস্ব সংবাদদাতাঃ আজ শনিবার খেজুরির সভা থেকে বড় ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvedu Adhikari)। আজ তিনি বলেন, ‘পিসি ভাইপোর রাজত্ব উৎখাত করব। মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার লড়াই চলবে। লোকসভা ভোটে সব বুথ ফাঁকা করবো। তৃণমূল ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে মমতা ও তাঁর পুলিশ।‘ আজ আবারও একবার খেজুরির সভা থেকে ‘চোর ধরো জেলে ভরো’ স্লোগান তুলতে শোনা গেল।