''এই জোট ইউপিতে টিকবেনা"-সিদ্ধার্থ নাথ সিং

বিজেপি বিধায়ক সিদ্ধার্থ নাথ সিং-এর বিস্ফোরক মন্তব্য। তিনি মনে করেন যে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের জোট একেবারেই টিকবেনা। ২০১৭ সালের পুনরাবৃত্তি ঘটবে ২০২৪ সালেও।

author-image
Shroddha Bhattacharyya
New Update
zfuk

নিজস্ব সংবাদদাতা: সমাজবাদী পার্টির মুখ্য নেতা এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের (Akhilesh Yadav) কংগ্রেসের সঙ্গে ভারত জোড়ো ন্যায় যাত্রায় (Bharat Jodo Nyay Yatra) যোগদানের বিষয়ে, বিজেপি (BJP MLA) বিধায়ক সিদ্ধার্থ নাথ সিং (Sidharth Nath Singh) বলেছেন, "কংগ্রেস এবং সমাজবাদী পার্টি ২০১৭ সালে জোট করেছিল, কিন্তু এটি কার্যকর হয়নি৷ তাদেরকে ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছিল এবং তারা আলাদা হয়ে গিয়েছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এটি আবার ঘটবে। এই জোট ইউপিতে টিকবে না।"



add 4.jpeg

cityaddnew

স

স