নিজস্ব সংবাদদাতা : সন্দেশখালির ঘটনায় তীব্র একাত্মতা প্রকাশ করলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, "আমরা সন্দেশখালীর নির্যাতিত মা ও বোনদের সাথে একাত্মতা প্রকাশ করছি। বাংলার নারীদের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেলানি বসাক, চম্পালা সর্দার, তাপসী মালিক, নন্দীগ্রাম... তালিকা ক্রমেই বেড়ে চলেছে। কেউই আপনার সৌজন্যে ন্যায়বিচার পায়নি। সন্দেশখালী আপনাকে শিক্ষা দেবে।"
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/media_files/OMe5KC4gRIGg7GRfBp5U.jpeg)
/anm-bengali/media/media_files/ZBgBQaC3IdHyZJChroMF.jpg)
/anm-bengali/media/media_files/YfzDzo9pe6SqSUn8ShrB.jpeg)