এখানে নিরাপত্তা ছাড়া এলে জনরোষ বুঝতে পারবেন! অভিষেককে কটাক্ষ অগ্নিমিত্রা পালের

বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল তীব্র ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তিনি জনরোষ বোঝার জন্য সন্দেশখালিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিরাপত্তা ছাড়া যাওয়ার পরামর্শ দেন।

author-image
Tamalika Chakraborty
New Update
12

নিজস্ব সংবাদদাতা: তীব্র ভাষায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, "আপনি কি সিদ্ধান্ত নেবেন যে আমরা একা যাব নাকি একসঙ্গে? আপনি বা পিসী কেন সেখানে যাচ্ছেন না? আপনাকে আমার পরামর্শ, শুধু একবার সেখানে কোনও নিরাপত্তা ছাড়া যান।  তখন আপনি 'জনোরোশ' এর অর্থ বুঝতে পারবেন। আমাদের আপনার জ্ঞানের কোনও দরকার নেই। আমাদের শাজাহানের গ্রেফতারি দরকার।"

 

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg