নিজস্ব সংবাদদাতা: তীব্র ভাষায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, "আপনি কি সিদ্ধান্ত নেবেন যে আমরা একা যাব নাকি একসঙ্গে? আপনি বা পিসী কেন সেখানে যাচ্ছেন না? আপনাকে আমার পরামর্শ, শুধু একবার সেখানে কোনও নিরাপত্তা ছাড়া যান। তখন আপনি 'জনোরোশ' এর অর্থ বুঝতে পারবেন। আমাদের আপনার জ্ঞানের কোনও দরকার নেই। আমাদের শাজাহানের গ্রেফতারি দরকার।"