কলকাতা হাইকোর্ট...নিশীথ প্রামাণিক! জানা গেল এই মুহূর্তের বড় খবর

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
m

file pic

নিজস্ব সংবাদদাতাঃ হাইকোর্টে স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। তবে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে তাঁকে। ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় গুলি চালানোর একটি ঘটনা ঘটেছিল। তাতেই নাম জড়ায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। নিম্ন আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন মন্ত্রী। সার্কিট বেঞ্চে চলছিল মামলার শুনানি। কিন্তু সেখানেও রক্ষাকবচ পাননি তিনি। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিশীথ প্রামাণিক। তাঁর আইনজীবী সুপ্রিম কোর্টে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তাঁর মক্কেলের গ্রেফতারির সম্ভাবনা রয়েছে। সেই কারণেই রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

তবে শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলার শুনানির নির্দেশ দেয়। এরপর আজ সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ মন্ত্রীর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে। পাশাপাশি পনেরো দিনের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।