নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের অধীন গুড়গুড়ি পাল থানার চাঁদড়া এলাকার বিজেপি নেতা নয়ন দের বাড়ি ঘেরাও করে গুড়গুড়িপাল থানার পুলিশের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ করল বিজেপি নেতা নয়ন দেব ও তার পরিবার।
সূত্র মারফত জানা গিয়েছে যে, মঙ্গলবার রাত্রি বারোটা থেকে বুধবার সকাল ছটা পর্যন্ত নয়ন দের বাড়ি ঘেরাও করে রাখে গুড়গুড়িপাল থানার প্রায় ৪০ জন পুলিশ। মঙ্গলবার রাতে আচমকা নয়ন দে'র বাড়িতে দরজায় লাথি মারে পুলিশ। এরপর পুলিশ নয়ন দে কে গ্রেফতার করার চেষ্টা করে। সেই সঙ্গে সারা রাত তার বাড়িটি ঘেরাও করে রাখে পুলিশ। যার ফলে নয়ন দে ও তার পরিবারের লোকেরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বলে তিনি জানান। তিনি বিজেপির মন্ডল কমিটির রুমা সম্পাদক।
বিজেপি নেতা নয়ন দে বলেন, '' আমার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। আমার অপরাধ একমাত্র আমি বিজেপি করি। বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি। পুলিশ যেভাবে তাণ্ডব চালিয়েছে ভাষায় প্রকাশ করা যাবে না। তবে আমাকে আটকে রাখতে পারবে না আমি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবো। '' অবশেষে বেলা এগারোটা নাগাদ বিজেপি প্রার্থী শুভজিৎ রায় এসে দলীয় কর্মীকে নিয়ে বুথকেন্দ্রে গিয়ে ভোট দান করেন।