নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা-কর্মীরা।
শিলিগুড়ির বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক ডাঃ শঙ্কর ঘোষ বলেন, “আমাদের একটাই দাবি মমতাকে পদত্যাগ করতে হবে। কামদুনি, পার্ক স্ট্রিট, মাটিগাড়া, চোপড়া, আড়িয়াদহ, কালিয়াগঞ্জ, হাঁশখালী থেকে শুরু করে সব ঘটনা পর্যবেক্ষণ করে দেখা যায়, তিনি সরকার চালাতে ব্যর্থ হয়েছেন।
আরজি করের ঘটনার পর এটা স্পষ্ট যে মুখ্যমন্ত্রী মিডিয়ার কাছ থেকে ক্রাইম সিনকে আড়াল করার চেষ্টা করেছিলেন। নারীরা বারবার নির্যাতনের শিকার হচ্ছেন। দোষীদের বিরুদ্ধে মামলা করা হয় কিন্তু শাস্তি হয় না।”
#WATCH | Siliguri, West Bengal: Siliguri MLA and Chief Whip in the state assembly, Dr Sankar Ghosh says, "We have only one demand that Mamata (Banerjee) must resign. After observing all the incidents- from Kamduni, Park Street, Matigara, Chopra, Ariadaha, Kaliaganj, and… https://t.co/3TvQ0xx6SEpic.twitter.com/CXuC0NhFQ8