নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি আজ মহাষ্টমীর দিন আসানসোল দক্ষিণ নির্বাচনী এলাকার ডামরা কোলিয়ারি এলাকার দুর্গাপুজো দেখতে গিয়েছিলেন। সেখানে তিনি সস্ত্রীক গিয়েছিলেন। এলাকার লোকজনের সাথেও তিনি কথাবার্তা বলেন।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
আসানসোল দক্ষিণ নির্বাচনী এলাকার ডামরা কোলিয়ারি, কালিপাহাড়ি ফিডার রোড এবং কালীপাহাড়ি বাজারে আজকের প্রতিমা দর্শনের এক ঝলক
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)