নিজস্ব সংবাদদাতা: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ১০০ দিনের টাকার দাবিতে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই ক্রমশ তেতে উঠছে রাজনীতি। ‘ফল মারাত্মক হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার অভিষেককে পালটা চ্যালেঞ্জ ছুড়লেন পুরুলিয়ার এক তৃণমূল নেতা। দাবি করলেন, 'দিনে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও হলে রাতে তৃণমূল নেতাদের বাড়িতে থাকতে দেব না'।
শুক্রবার ভিডিয়ো বিবৃতিতে পুরুলিয়া জেলার বিজেপির সাধারণ সম্পাদক আবদুল আলিম আনসারি বলেন, 'পঞ্চায়েতে ছাপ্পা আর রিগিং করে জিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেবেছেন সারা রাজ্যে বিজেপি দুর্বল হয়ে গিয়েছে। আপনারা বিজেপিকে দুর্বল মনে করবেন না। আপনারা যদি বিজেপি নেতাদের বাড়িতে এরকম কোনও কর্মসূচি পালন করেন, আমি বিজেপির পুরুলিয়া জেলা সম্পাদক হিসাবে ঘোষণা করছি, আমরা ওই দিনই তৃণমূল নেতাদের রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনও তৃণমূল নেতাকে পুরুলিয়া জেলা তথা হুড়া ব্লকে তাদের বাড়িতে থাকতে দেব না। আমরাও দেখে নেব কে কত বড় বাপের ব্যাটা আছে'।