নিজস্ব সংবাদদাতা : ২০২৩ সালের কোজাগরী লক্ষ্মীপুজোর দিন ১৯৪৬ সালে ফিরে গেলেন বিজেপি নেতা তথাগত রায়। স্মরণ করলেন ভয়াবহ এক ঘটনার কথা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ''প্রতিবছর কোজাগরী লক্ষ্মীপুজোর দিন আমার মনে পড়ে ১৯৪৬ সালের এই দিনটিতে বাংলাদেশের নোয়াখালী (লক্ষ্মীপুর, ফেনী ও পার্শ্ববর্তী চাঁদপুর সমেত) হতভাগ্য সংখ্যালঘু হিন্দুদের কথা। গোলাম সারোয়ার নামক এক ধর্মান্ধ নরপিশাচের নেতৃত্বে মা লক্ষ্মীর উপাসনা চাপা পড়ে গিয়েছিল আর্তনাদে !''