বিরাট খবরঃ নন্দীগ্রামের মানুষ বাকি বাংলাকে অনুপ্রাণিত করবে! আস্থা শুভেন্দুর

লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বড় বার্তা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
Probha Rani Das
New Update
suvendu sad

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে আজ। শুভেন্দু অধিকারী এই বিশেষ টুইট করেছেন। তিনি টুইট করে বলেছেন, “আমি নন্দীগ্রামের জনগণকে প্রণাম ও অন্তর থেকে শ্রদ্ধা জানাই, যাঁরা বারবার আমার পাশে দাঁড়িয়েছেন। ২০২১ সালে নন্দীগ্রাম আমার পক্ষে ভোট দিয়েছিল এবং ১৯৫৬ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিল।” 

trj

তিনি আরও বলেন, “২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় বিজেপি ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১টি এবং নন্দীগ্রাম ব্লক ১ ও ২ এর উভয় পঞ্চায়েত সমিতি জিতেছিল। আজ শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়ী হওয়ায় নন্দীগ্রামের মানুষ তাঁকে ৮২০০ ভোটে এগিয়ে রেখেছেন।

suvenduadhgk.jpg

তিনি আরও জানিয়েছেন, “এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা মিথ্যা আখ্যানকে ভেঙে দেয় যে কোনও কাল্পনিক কারসাজির কারণে তাঁর ক্ষতি হয়েছিল। নন্দীগ্রাম বরাবরই ফ্যাসিবাদী শক্তিকে প্রত্যাখ্যান করেছে, অদূর ভবিষ্যতে নন্দীগ্রামের মানুষ বাকি বাংলাকে অনুপ্রাণিত করবে।” 

Add 1