নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ টুইট করে বলেছেন, “তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য রহিম শেখ কাঁচা বোমা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং তলোয়ার, রড, লাঠি হাতে একদল গুন্ডাকে নেতৃত্ব দিচ্ছেন।”
তিনি আরও বলেছেন, “ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ-২ ব্লকের সন্মতিনগরে। বিরোধ ছিল রাস্তা ও নিকাশি কেন্দ্র নিয়ে। এটাই প্রশাসনের তৃণমূল মডেল। দুর্ধর্ষ অপরাধীরা তৃণমূলের নেতা হয়ে গেলে এমন ঘটনা ঘটতে বাধ্য। বোমা নিক্ষেপ করে তাৎক্ষণিক বিরোধ নিষ্পত্তি।”
তিনি ডিজিপি শ্রী সঞ্জয় মুখোপাধ্যায়, শ্রী আনন্দ রায় -এর জন্য তাঁর এক্স হ্যান্ডেলে একটি সিসিটিভি ফুটেজ রেফারেন্স হিসেবে শেয়ার করেছেন।