নিজস্ব সংবাদদাতা: ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আসন্ন মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থী রাহুল লোহারের সমর্থনে প্রচার করেন। পাশাপাশি শুভেন্দু অধিকারী তালডাংরায় বিজেপির হয়ে প্রচার করেন। বিজেপি প্রার্থীর সমর্থনে এক জনসভায় তিনি বলেন, বিজেপিকে ভোট দেওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হলে সেই টাকা সুদ সমেত ৭ দিনের মধ্যে উদ্ধার করে দেবেন তিনি।
তালডাংরার জনসভা থেকে তিনি বলেন, ‘বিনপুরের সিভিক ভলান্টিয়ারের আজকে ছবি দিয়েছি আমি। বিনপুর থানার সিভিক ভোট চাইতে যাচ্ছে। বলছে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। ওর বাপের টাকা? সরকারের টাকা। আমার জেলায় ১৫টা বিধানসভায় হেরেছে। সৌমিত্র খাঁ জিতেছে। আমাদের এলাকায় একটা মা - দিদি - বোনের কোনও ভাতা - টাকা বন্ধ করার ক্ষমতা ওরা দেখাতে পারেনি। আর তালডাংরায় বিজেপিকে ভোট দেওয়ার জন্য যদি একজন মহিলার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে শুধু হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট নম্বরটা দেবেন। সুদ সহ ৭ দিনের মধ্যে যদি আদায় করতে না পারি বিরোধী দলনেতা আর কোনও দিন আপনাদের কাছে ভোট চাইতে আসবে না।’
লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হলে সেই টাকা সুদ সমেত ৭ দিনের মধ্যে উদ্ধার! বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
জনসভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হলে সেই টাকা সুদ সমেত ৭ দিনের মধ্যে উদ্ধার করে দেওয়া হবে।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আসন্ন মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থী রাহুল লোহারের সমর্থনে প্রচার করেন। পাশাপাশি শুভেন্দু অধিকারী তালডাংরায় বিজেপির হয়ে প্রচার করেন। বিজেপি প্রার্থীর সমর্থনে এক জনসভায় তিনি বলেন, বিজেপিকে ভোট দেওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হলে সেই টাকা সুদ সমেত ৭ দিনের মধ্যে উদ্ধার করে দেবেন তিনি।
তালডাংরার জনসভা থেকে তিনি বলেন, ‘বিনপুরের সিভিক ভলান্টিয়ারের আজকে ছবি দিয়েছি আমি। বিনপুর থানার সিভিক ভোট চাইতে যাচ্ছে। বলছে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। ওর বাপের টাকা? সরকারের টাকা। আমার জেলায় ১৫টা বিধানসভায় হেরেছে। সৌমিত্র খাঁ জিতেছে। আমাদের এলাকায় একটা মা - দিদি - বোনের কোনও ভাতা - টাকা বন্ধ করার ক্ষমতা ওরা দেখাতে পারেনি। আর তালডাংরায় বিজেপিকে ভোট দেওয়ার জন্য যদি একজন মহিলার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে শুধু হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট নম্বরটা দেবেন। সুদ সহ ৭ দিনের মধ্যে যদি আদায় করতে না পারি বিরোধী দলনেতা আর কোনও দিন আপনাদের কাছে ভোট চাইতে আসবে না।’