বিরাট খবর : তৃণমূলকে 'চোর' ও 'চোরাকারবারী' হিসেবে আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মাদারিহাট উপনির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।

author-image
Debapriya Sarkar
New Update
suvendu sad

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তীব্র সমালোচনা করেছেন রাজ্য পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তিনি বলেন, "রাজ্য পুলিশ এখন নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে পড়েছে। প্রতিটি থানাই তৃণমূল কংগ্রেসের নির্বাচনী অফিসে পরিণত হয়েছে। এই দলের সদস্যরা চোর, চোরাকারবারী, আর জনগণের মন্দিরে ঢুকে পড়েছে," এমনই মন্তব্য করেন তিনি।

suvendu

শুভেন্দু অধিকারী এ কথা বলেন মাদারিহাট বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী রাহুল লোহারের সমর্থনে প্রচারণা চালানোর সময়। তিনি দাবি করেন, "এখানে জনগণ যার পক্ষে থাকবে, সে-ই ভোট পাবে। পুলিশ শাসন বা তৃণমূলের স্বার্থে নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণই ঠিক করবে এখানে কে জিতবে।"

suvendu adhikari

শুভেন্দু অধিকারীর এই বক্তব্য রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে, বিশেষ করে নির্বাচনী দহনে বিরোধী দলের অভিযোগ এবং পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে পারে।