নিজস্ব প্রতিবেদন : দিঘায় শ্যামাপ্রসাদ মুখার্জী ব্যবসায়ী কমিটির উদ্যোগে কালী মায়ের মণ্ডপ উদ্বোধন করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উদ্বোধনী অনুষ্ঠানে দীঘা প্রবেশদ্বার থেকে নিউ দীঘা পর্যন্ত একটি বর্ণাঢ্য রেলের আয়োজন করা হয়। শুভেন্দু অধিকারী এদিন সনাতনীদের এক হওয়ার বার্তা দেন এবং রাজ্যে হিন্দুদের উপর আক্রমণের প্রসঙ্গ তুলে বলেন, "হিন্দুদের দেবদেবীর মূর্তি ভাঙা হচ্ছে, মন্দির ধ্বংস করা হচ্ছে।" তিনি মমতা ব্যানার্জিকে "জালি হিন্দু" আখ্যা দিয়ে বলেন, তাঁকে বিশ্বাস করা উচিত নয়।
বাংলাদেশের হিন্দুরাও আক্রান্ত হচ্ছেন বলে উল্লেখ করেন তিনি এবং জানান, সরকারি পয়সায় দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ হচ্ছে, যা অযোধ্যায় সাধারণ মানুষের সাহায্যে নির্মিত রাম মন্দিরের তুলনায় অসম্ভব। তিনি বলেন, "হিন্দু ভোটকে ভাগ করার চেষ্টা হচ্ছে, মুসলিম ভোট এক হয়ে যাচ্ছে। তাই সনাতনীদের এক হতে হবে।"
এছাড়া, আওয়াজ বাড়ির প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের সদস্যরা কাঠমানি খাওয়ার জন্য ব্যস্ত এবং প্রকৃত লোকেরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পুজো কমিটির সম্পাদক তপন মাইতি জানান, সনাতনীদের ঐক্যের প্রচেষ্টা চলছে এবং তাঁরা এই সরকারকে উৎখাত করার জন্য সাধারণ মানুষের সমর্থন চান।