নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পিজি প্রশিক্ষণার্থী মহিলা চিকিৎসককে ধর্ষণ-হত্যা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা।
তিনি বলেন, "আজ এটা স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গে 'মা, মাটি এবং মানুষ' নিরাপদ নয়, কেবল 'বালাতকারি ও ভ্রষ্টকারি'রা নিরাপদ। জবাবদিহি কার? পশ্চিমবঙ্গে মহিলারা কি নিরাপদ?
যদি লুকানোর কিছু না থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সিবিআই তদন্ত করতে দিচ্ছেন না? সবচেয়ে বিরক্তিকর বিষয় হল, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, প্রিয়াঙ্কা চতুর্বেদী এবং ইকোসিস্টেম - সকলেই বেছে বেছে নীরব। তাঁরা কী বলবে?”
#WATCH | On rape-murder of a PG trainee woman doctor at RG Kar Medical College and Hospital in Kolkata, BJP leader Shehzad Poonawalla says, "Today, it is clear under TMC govt of Mamata Banerjee, 'Maa, Maati and Manush' are not safe in West Bengal, only 'balatkaris &… pic.twitter.com/ZEvIECHPiR