নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : প্রসাদ খেয়ে অসুস্থ যুবকের মৃত্যুর ঘটনায় হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুললো পরিবারের সদস্যরা।শনিবার থেকে রবিবার পর্যন্ত ডেবরার ডুঁয়া এলাকায় বুদ্ধ পূর্ণিমায় প্রসাদ খেয়ে অসুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৫৭ জন। রবিবার বিশ্বজিৎ ঘোড়ই নামে এক যুবকের মৃত্যু ঘটলে হাসপাতালে পুলিশের সামনেই বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।সোমবার সকালেও চলে বিক্ষোভ। হাসপাতালে চিকিৎসার গাফিলতির জন্যই এই পরিণতি বলে অভিযোগ তুললেন মৃত যুবকের আত্মীয়-পরিবারের সদস্যরা। সোমবার মৃতদেহ হাসপাতাল থেকে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ডেবরা থানার পুলিশ। এদিকে গোটা ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি। নিহতের পরিবারের পাশাপাশি চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস। কলকাতা থেকে ডাক্তার না আসলে মৃতদেহ ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।