সাদা জামা পরে ছাপ্পা ভোট দিয়েছে লোকাল পুলিশ!

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, পশ্চিমবঙ্গে বিজেপির ফলাফল সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, পশ্চিমবঙ্গে বিজেপির ফলাফল সম্পর্কে, বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী বলেছেন, " যদি বিধানসভার নিরিখে দেখা হয়, তবে বিজেপি আগেরবার ৭৭টি বিধানসভা পেয়েছিল, এবার ১০০টির ওপরে পেয়েছে।

BJP writes to EC against alleged attack on its Uluberia Dakshin candidate  Papia Adhikary

কিন্তু লোকসভার হিসেবে দেখা গেলে, এই ফলাফল আমার কাছে ভীষণ আকস্মিক এবং অস্বাভাবিক। কিছু কিছু জায়গায়, তৃণমূল এমন ফলাফল করেছে যেটা হতে পারে না। কিছু কিছু জায়গায়, একটাও ভোট পায়নি বিজেপি।

publive-image

এটা হতে পারেনা। কাউন্টিং-এ প্রচুর গোলমাল হয়েছে। আমি নিজে গতবার বিধানসভার প্রার্থী হয়েছিলাম, দেখেছিলাম যে কীভাবে কাউন্টিং-এর গোলমাল হয়। আর এই গোলমাল, অনেকদিনের অনুশীলনের পরে মানুষ করতে পারে। দেশের নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে আসীন হবেন। পশ্চিমবঙ্গে যদি আরেকটু লোকাল পুলিশের সুবিধা থাকতো, তবে আমাদের ভোট আরেকটু বাড়তো। অনেক লোকাল পুলিশ নিজেরাই সাদা জামা পরে ছাপ্পা ভোট দিয়েছে। এরকম যদি চলতে থাকে, তবে তো খুব মুশকিল।"

 

Add 1