বাংলার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার! কী বললেন তিনি

এএনএম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি নেতা ডা. তরুণ আদক বলেন, এই মুহূর্তে যে রাজ্যের পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না, তা প্রমাণিত হয়ে গেল।

author-image
Tamalika Chakraborty
New Update
kota police .jpg


নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালিতে ইডির ওপর হামলার ছয় দিন কেটে গিয়েছে। পুলিশ এখনও পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেনি। এএনএম নিউজকে এই প্রসঙ্গে বিজেপি নেতা ডা. তরুণ আদক বলেন, "অভিযোগ রয়েছে বলেই তো ইডি তল্লাশি অভিযানে গিয়েছিল। সার্চ করতে এসেছে ইডি, সার্চ করতে দেওয়া উচিৎ ছিল।  কিন্তু এখানে অ্যান্টি সোশ্যালের মতো কাজ করা হয়েছে। তাঁর সাঙ্গ-পাঙ্গরাও অ্যান্টি সোশ্যালের মতো কাজ করেছে।  আবার ইডির নামেই এফআইআর করছে লোকাল থানা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না, তা প্রমাণিত হয়ে গেল।"