BREAKING : প্রথমে মারধর ও তারপরে বিষ খাইয়ে খুন.... গ্রেফতার বিজেপি নেতা ও তার তিন কর্মী

বাঁকুড়ার বালিডোবা গ্রামে কালীপুজোর চাঁদা নিয়ে গালিগালাজের পর বিষ প্রয়োগে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠেছে।

author-image
Debapriya Sarkar
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা : বাঁকুড়ার জয়পুর ব্লকের বালিডোবা গ্রামে কালীপুজোর চাঁদা নিয়ে গালিগালাজের পর বিষ প্রয়োগ করে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নাম জড়িয়েছে বিজেপির কোতুলপুর ৪ নম্বর মণ্ডলের সহ-সভাপতি বিকাশ দে এবং তার তিন সহযোগীর বিরুদ্ধে। ৫ নভেম্বর রাজ কুমার কুন্ডু নামে এক ব্যক্তি কালীপুজোর উদ্যোক্তাদের কাছে অতিরিক্ত চাঁদা চাওয়ার অভিযোগ তোলেন। রাজ কুমারের মা কালীপুজোর জন্য নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিয়েছিলেন, কিন্তু উদ্যোক্তারা অভিযোগ অনুসারে তাদের কাছ থেকে বাড়তি চাঁদা চেয়েছিলেন। এই নিয়ে রাজ কুমার কুন্ডু উদ্যোক্তাদের গালিগালাজ করেন, যা গ্রামে ক্ষোভের সৃষ্টি করে।

Murder

স্থানীয় সূত্রে জানা যায়, বিজেপি নেতা বিকাশ দে এবং তার তিন সঙ্গী এই গালিগালাজের প্রতিক্রিয়ায় রাজ কুমার কুন্ডুকে বেধড়ক মারধর করেন এবং তাকে বাড়ির মধ্যে তালাবন্দি করে রাখা হয়। এরপর তারা রাজ কুমারকে বিষ খাইয়ে দেন। বিষ খাওয়ার পর রাজ কুমারের মুখ থেকে গ্যাঁজলা বের হতে দেখা যায়। তাকে প্রথমে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হলে তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের সকল চেষ্টা সত্ত্বেও তিনি মারা যান।

publive-image

এই ঘটনার পর রাজ কুমারের পরিবারের পক্ষ থেকে জয়পুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে বিকাশ দে এবং তার তিন সহযোগী রয়েছেন। পুলিশ ইতিমধ্যেই দিলীপ দে নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে, কিন্তু বিকাশ দে এখনও পলাতক রয়েছেন। মৃতের পরিবার ও প্রতিবেশীরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তৃণমূলও এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দ্রুত গ্রেফতারির দাবি করেছে। অন্যদিকে, বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি নব চক্রবর্তী বিষ প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছেন।