নারী-পুরুষে ভেদাভেদ স্পষ্ট করছে রাজ্য সরকার!

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, নারী নিরাপত্তার বিষয়ে নবান্নের নির্দেশিকা সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। 

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, নারী নিরাপত্তার বিষয়ে নবান্নের নির্দেশিকা সম্পর্কে, বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেছেন, "এই নির্দেশিকা মেয়েদের পায়ে বেড়িয়ে পড়ানোর একটা জলজ্যান্ত উদাহরণ।

publive-image

রাজ্য সরকারের তরফ থেকে নারী পুরুষে ভেদাভেদ করা হচ্ছে। কোন ডাক্তার বা হেলথ কেয়ার পার্সনরা ডিউটি করতে পারবে না এটা কি সম্ভব? তবে এরপর কি বলবেন যে মহিলা রোগীরা দিনের বেলা হাসপাতালে থাকবে না রাত্রে বেলা বাড়ি চলে আসবে নিরাপত্তার কারণে?

publive-image

এর কারণ কি না যে আপনার পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ! এই নির্দেশিকা একেবারেই নারী নিরাপত্তা সুরক্ষিত করে না। এতে বরং নারী-পুরুষে ভেদাভেদ স্পষ্ট হচ্ছে।"