নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্ধ আজ।
সূত্র মারফত জানা গিয়েছে যে, এই আবহেই আজ সকাল থেকে ব্যারাকপুর রেল স্টেশনে বিজেপি আর তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়েছে। এই হাতাহাতির মধ্যেই জনরোষের মধ্যে পড়েছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি।
/anm-bengali/media/post_attachments/09608d30636bbb2f26924762509bc112a5940fb272bc66088e278174e57ed02b.jpg?w=1200&h=675&auto=format%2Ccompress&fit=max&enlarge=true)
তবে আপাতত পুলিশের সক্রিয় তৎপরতায় তাকে সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/061118d9c97d9ffc42cd2ad7c1f7ff3ab53efaa56f6cd7cb5562f862175699db.jpg?VersionId=.dnqA9_3cOwlJDbTr5pKr8VA5z0_qCLW)