নিজস্ব সংবাদদাতাঃ প্রচারের শেষ দিনে দিলীপ ঘোষের চমক। আজ দিলীপ ঘোষ আমড়াই গ্রামের মন্দিরে এসে সিঁড়িতে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। ঠিক যেভাবে গত ৩১ শে মার্চ এই মন্দিরের সিঁড়িতে বসে পড়েছিলেন তাঁর প্রতিদ্বন্দী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। সেদিন আমড়াই গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ প্রত্যক্ষ করেছিলেন কীর্তি আজাদ।আমড়াইয়ের আনন্দময়ী কালীমন্দিরের সিঁড়িতে বসে পড়েছিলেন তিনি।
শনিবার প্রচারের শেষ দিনে প্রতিদ্বন্দী কীর্তি আজাদকে আগাগোড়া ব্যাঙ্গ করলেন দিলীপ ঘোষ। একই ভাবে সেই সিঁড়িতে বসেই দিলীপ ঘোষ জানালেন, ওনাকে দলের লোকেরাই নিতে পারছে না, সাধারন মানুষ কি ভাবে নেবে।