নিজস্ব সংবাদদাতাঃ শনিবার সকাল সকাল মাছ ধরতে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সাত সকালেই দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব হলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ মাছ ধরতে ধরতে আক্রমণ করলেন দলের একাধিক নেতার বিরুদ্ধে। ২০২৪ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির বড় হারের পর বিজেপির দলীয় নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “কেউ দলে এলে তাকে পার্টির নেতা বানানো যায়, জনগণের নেতা বানানো যায় না। দলীয় রাজনীতিতে পুরনো লোকেদের ভুলে গেলে চলবে না। যারা দলে নতুন আসছেন তারা কোন উদ্দেশ্য নিয়ে আসছেন তা বুঝতে হবে। নতুন কেউ এলেই তার কাঁধে দায়িত্ব সঁপে দিলে চলবে না, বুঝতে হবে দলকে সে কতটা ভালোবাসে।”