'পোষা কুকুরের মত তাবেদারি’! রাজ্য পুলিশকে নিশানা দিলীপের

২০২৪ লোকসভা নির্বাচন নিয়ে রাজ্য জুড়ে প্রস্তুতি চলছে জোরকদমে। এবার সন্দেশখালির ঘটনা নিয়ে রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
cosdver.jpg

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার সাত সকালে রুটিন একটু পাল্টালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রাত:ভ্রমণ ছেড়ে চা চক্রে যোগ দিলেন দুর্গাপুরের কমলপুরে মানুষের সাথে জনসংযোগ শুরু করলেন। এখনো যে এলাকাগুলিতে যাওয়া হয়নি নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যেই সেই এলাকার মানুষের সাথে জনসংযোগ করবেন বলেও জানালেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

HJJKLQ10.jpg

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সাত সকালেই পুলিশকে নিশানা করে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “পুলিশ আর কি করবে? তাবেদারি করবে পোষা কুকুরের মত। এর বিরুদ্ধে এফআইআর ওর বিরুদ্ধে কেস এর বেশি কিছু করতে পারে না। এতদিন পুলিশের নাকের ডগা দিয়ে মহিলাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে ফুর্তি করা হলো। পুলিশ কেন এফআইআর করেনি? পুলিশ ওদের চামচা বেলচা করত শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত। দিলীপ ঘোষকে শেখাতে হবে না। আমি ওখানে গিয়ে বলে এসেছি,আয় কত মায়ের দুধ খেয়েছিস। কি চলতো আমরা জানতাম কিন্তু। এদের দম নেই শাজাহান আর চামচা বেলচাদের গায়ে হাত দেওয়া।"

HJJKLQ8.jpg

তিনি আরও বলেন, "বর্ধমান দুর্গাপুরেও বহু দাগি অপরাধী রয়েছে তারা জামিন নেয়নি তাও পুলিশ ওদের গায়ে হাত দেয় না। মমতা ব্যানার্জি বলেছিলেন চাকরি চুরি হয়নি সন্দেশখালিতে কোন ঘটনা ঘটেনি। কিন্তু আদালত কি বলছে? হাজার হাজার মহিলা রাস্তায় দাঁড়িয়ে জুতো চপ্পল নিয়ে তাদের তাড়া করছে। সেই দিনটা আসছে সারা রাজ্য জুড়ে ছড়িয়ে যাবে। সন্দেশখালীর ভাইরাল ভিডিও কাণ্ডে বিজেপি প্রার্থী রেখা পাত্র সহ ১১ বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর করেছে তৃণমূল।

HJJKLQ9.jpg

এই প্রসঙ্গে, প্রচারের শেষ লগ্নেও মুখ্যমন্ত্রী এবং পুলিশকে বেলাকাম আক্রমণ করতে ছাড়লেন না দিলীপ ঘোষ। 

 

Add 1