নিজস্ব সংবাদদাতা, পিংলাঃ সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ৩ নং ধনেশ্বরপুর অঞ্চলের রঘুনাথচক এলাকায় দুয়ারে সরকারে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার প্রাক্তন সভানেত্রী তথা সবং এবং পিংলার বিজেপির বহুবারের বিধায়ক প্রার্থী অন্তরা ভট্টাচার্য স্বাস্থ্যসাথী কার্ড এর জন্য আবেদন করলেন। আর তারপরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সবেরাতি জানান একদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে গালমন্দ করছেন, সাধারণ বিজেপি কর্মীদের এসব মিথ্যে বলে প্রচার করছেন, অথচ নিজে লাইন দিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করছেন। আর সাধারণ মানুষের ১০০ দিনের টাকা,বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করার পরিকল্পনা করে বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে বিজেপি। যদিও আমাদের মুখ্যমন্ত্রী উন্নয়ন কোনো দল থেকে করেন না। সবার জন্যই তিনি একই প্রকল্প করেছেন। আমরা সাধুবাদ জানালাম। অপরদিকে এই নিয়ে বিজেপি নেত্রী অন্তরা ভট্টাচার্য বলেন, "আমি আবেদন করায় তৃণমূল দলটাই ধন্য হয়ে গেলো। আমি সরকারকে ট্যাক্স দিই। সরকারের দায়িত্ব আমাকে পরিষেবা দেওয়ার। আমি যেই রাজনৈতিক দল করি না কেন। পরিষেবা সরকারের দেওয়া উচিত।" এরপর তিনি বলেন, 'তৃণমূল নেতারা কী কেন্দ্রীয় সরকারের পরিষেবা নেয়নি?' আর এই নিয়েই পিংলায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর।