মুসলিম ভোট ব্যাংক তোষণ করবার স্বার্থে এই আইন

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, ওয়াকফ সংশোধনী বিল ২০২৪-এর সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেতা অঙ্কন দত্ত।

author-image
Shroddha Bhattacharyya
New Update

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, ওয়াকফ সংশোধনী বিল ২০২৪-এর সম্পর্কে, বিজেপি নেতা অঙ্কন দত্ত বলেছেন, "স্বাধীন ভারতবর্ষে ওয়াকফ বোর্ডের মত জমি অধিগ্রহণকারী বা জমি মাফিয়া আর কেউ নেই।

publive-image

ওয়াকফ বোর্ড ভারতবর্ষের সহিষ্ণুতা, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার বিরোধ করে চলেছে। কংগ্রেস সরকার মুসলিম ভোট ব্যাংক তোষণ করার স্বার্থে এই বোর্ড তৈরি করেছে এবং ওয়াকফ বোর্ডের নামে অসীম ক্ষমতা দিয়েছে।

publive-image

যে অসীম ক্ষমতার বলপ্রয়োগ করে আমরা দেখতে পেয়েছি অনেকে বহু কিছু দখল করে নিয়েছে, বহু গরীবের জমি দখল করা হয়েছে। আমরা স্বচ্ছতা চাই। ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতার মূল চরিত্রটা সেটাকে ঠিক রাখতে চাই। কেন্দ্র সরকার সংশোধনী এনেছে। আমরা কোন সংখ্যালঘু বিরোধী, মসজিদ-দরগা বিরোধী আইন আনিনি। বিরোধীরা মুসলিম ভোট ব্যাংক তোষণ করবার স্বার্থে এই আইনের বিরোধিতা করছে। তবে আমার বিশ্বাস সবার সম্মতিতে এই আইন কার্যকর হবে।"

 

Adddd