নিজস্ব সংবাদদাতাঃ সন্দেশখালির হিংসা নিয়ে বুধবার অর্থাৎ আজ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশে শেখ শাহজাহানকে রক্ষা করা হচ্ছে, তাঁকেও শাস্তি দেওয়া উচিত। এবারই প্রথম নয়। তার বিরুদ্ধে ৪২টি মামলা রয়েছে এবং সবগুলোতেই তিনি আসামি, কিন্তু চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। তিন বিজেপি নেতাকে খুন করে মূল অভিযুক্ত শেখ শাজাহান। এই প্রথম নয়, এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নিরাপত্তা দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তিনি এটা করছেন? শাহজাহানের মতো লোকেরা রোহিঙ্গাদের দেশে ঢুকতে দিচ্ছে এবং ভোটার আইডি ও আধার কার্ড দিচ্ছে। এঁরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে তৃণমূলের জয় এনে দিচ্ছেন। শেখ শাহজাহানের মতো অপরাধীরা দলকে অর্থায়ন করছে। ভোটের সময় বুথ দখল, বিজেপি নেতা ও ভোটারদের ভয় দেখানোর মতো বেআইনি কার্যকলাপ শেখ শাজাহানের মতো লোকেরাই করবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রক্ষা করছেন।"