নিজস্ব প্রতিনিধি: ইএসপি মেশিন বন্ধ করে দূষণ রুখতে ত্রিপল ব্যবহার করা হচ্ছে, তবুও নজর নেই রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এই অভিযোগ তুলে দুর্গাপুরের একটি বেসরকারি কারখানার গেটের সামনে বিক্ষোভে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। কারখানা থেকে বেরোচ্ছে কালি, বাড়ছে দূষণের যন্ত্রনা, বাড়িতে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর। প্রতিবাদে মঙ্গলবার দুর্গাপুরের সগড়ভাঙা শিল্পতালুকে এক বেসরকারি কারখানার গেটের সামনে বিক্ষোভে নেমেছিল এলাকাবাসী।
/anm-bengali/media/post_attachments/32126c71-3ef.png)
বুধবার সন্ধ্যায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ওই কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তিনি বলেন ,"দূষণ নিয়ন্ত্রণের জন্য ইএসপি মেশিন চালানোর দরকার। কিন্তু সেই মেশিন বন্ধই রয়েছে। গোটা এলাকা দূষণে জর্জরিত হয়ে যাচ্ছে। দূষণ আটকাতে ত্রিপল ব্যবহার করছে কারখানা কর্তৃপক্ষ। রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কি এগুলো দেখতে পায় না।" কারখানা কর্তৃপক্ষকেও তুলোধোনা করেন বিধায়ক।