জোড়া ফুলের এরিয়ায় আক্রান্ত বিজেপি!

রাজ্যে ভোট পর্ব মিটলেও সন্ত্রাস যেন মিটতেই চাইছে না। একের পর এক অশান্তির ঘটনা ঘটেই চলেছে জেলায় জেলায়। এবার তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের হামলার অভিযোগ উঠল ঝাড়গ্রামে।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
tmc bjp.jpg

ফাইল ছবি


নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম  : ভোট পরবর্তী হিংসা অব্যাহত রাজ্যজুড়ে।ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের পাথরা অঞ্চলের বিজেপি কর্মীর উপর চড়াও হল তৃণমূলের দুষ্কৃতীরা। বিজেপির অভিযোগ, গত ১১ তারিখ ভোট গণনার পরের দিন থেকেই যে যে এলাকাগুলোতে তৃণমূল ভালো ফল করেছে সেখানে বিজেপি কর্মীদের উপরে ভয় দেখানো এবং হামলার অভিযোগ উঠছিল। বিজেপির কিছু লোকজন পাথরা অঞ্চলের পাথরকাটি গ্রামে এক জায়গায় রান্নাবান্না করে খাওয়া দাওয়া করছিল, সেখানে কয়েকজন বাইকে এসে বাঁশ লাঠি নিয়ে তিন চারজন বিজেপি কর্মীর উপর আচমকা হামলা চালায়। ওই ঘটনায় বিজেপির দুজন কর্মী আহত হয় তাদেরকে প্রথমে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। অপরদিকে, তৃণমূলের ব্লক সভাপতি কমলকান্ত রাউৎ বিজেপির অভিযোগ অস্বীকার করে জানান, স্থানীয় ক্লাবের এই অনুষ্ঠানে নিজেদের মধ্যে গন্ডগোলকে রাজনৈতিক তকমা দিতে চাইছে বিজেপি। শুভেন্দু অধিকারী যে বার্তা দিয়েছিলেন, যেন তেনো প্রকারে বাংলাকে অশান্ত করতে হবে সেই বার্তার ফল এটা।